বারোমাস্যা






কবিতা

কুলটা বাতাস লেগে লগ্নভ্রষ্টা হলি
ও পলাশ ফুল তুই শাঁখের করাত
কিসের বিশ্বাস আর কিসের পীরিত
স্বপ্ন যদি বাঘে খায় অথবা শিয়াল

মেঘের দু'চোখে ঝড় নদী হবে বলে
শব্দে শুধু শব্দ ভাঙে নাভিমূলে কেউ
বেদুইন বাজ তার মর্মঘাতী জলে
ইশারায় নুন মাখে ফসলে ফসলে

কোথাও আগুনে পোড়ে শরীরের সিঁড়ি
কোথাও একটা যেন যেতে চাওয়া তার
অক্লেশে পোড়ামাটি বমি করে ঘাস
কাঁধে নিয়ে হেঁটে যাই এই শবাধার

শবাধার মাঝেমাঝে কৃষ্ণচূড়া হয়
রজনীগন্ধা জানে জমাট প্রলয়
"কি দেবো কি দেবো" বলে শুধু চেঁচামেচি
নিয়তি সরিয়ে রাখে নীল চাবিকাঠি

দধীচীর হাড়ে চাই ততটাই প্রেম
কবন্ধের বুকে ঠিক যতখানি রাত
সবুজ শান্ত মেঘ বৃষ্টি খায় খাক
অশরীরী কবিতার হোক শব্দপাত

রমা সিমলাই: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন