চিত্রকর





কবিতা

একটা তুলি আছে আমার,
জাদু তুলি |
তাই দিয়ে তোমাদের ক্যানভাসে স্বপ্ন আঁকি |
জঞ্জালের স্তূপে ঠেস দিয়ে রাখা, 
- বড় ক্যানভাস |
অনেক বড়,লার্জার দ্যান লাইফ!
তুলির সম্মোহক আঁচড়ে ফুটিয়ে তুলি
আষাঢ়ে গল্পের সম্ভার আর উদ্বায়ী স্বপ্নরাজি,
রাঙিয়ে নিই ইচ্ছামত,যেমনটা দেখাতে চাই..
ক্যানভাস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে
অলীক উন্মাদনার রঙ..
কোথাও টাটকা লাল,
শুকিয়ে কালচে হয়ে গেছে কোথাও..
সাদা চোখে বোঝা মুশকিল...
বাস্তবের ধার ঘেঁষে,
আপাত মনোহর ল্যান্ডস্কেপ,
দেখতে থাকে সম্মোহিত দর্শক
বুভুক্ষু জনতা সব ...
উল্লাসে ফেটে পড়ে বলে, -
“জয় চিত্রকরের জয়!"
এখন মধ্যরাত...
...  আমার প্রিয় সময়!

মানস ঘোষ:কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত
|


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন