আত্মজ






কবিতা


একটি একটি করে তার এখন
          উনিশে পা।
ছেলেবেলার দস্যিপনা অথবা নিছক ছেলেমানুষি
বয়ঃসন্ধির রহস্যমাখা রাতঘ্রাণ
          অথবা উন্মেষপর্বের উন্মাদনা...
সব পার হয়ে
          সে এখন সটান,ঋজু।
দৃপ্ত অশ্বের উড়ে যাওয়া কেশরের মত
যুবক হাওয়া তার শরীর ঘিরে।
মায়ের আঁচল ছাড়িয়ে
          এগিয়ে যেতে চায় সে
                   নিজস্ব পৃথিবীর পথে... 

এক মুহূর্তে,বুকটা ভরে ওঠে
তার বড় হওয়ার গর্বে।
কিন্তু পরমুহূর্তেই আবিষ্কার করি
তাকে ঘিরে আবর্তিত আমার দীর্ঘবছরগুলি- 
আমাকে দিয়েছে পরিপূর্ণ সুখ আর শান্তি
আজ হঠাৎ,আমি শূন্য,খালি।

          দুজনের মাঝখানে নিঃশব্দে এসে দাঁড়িয়েছে
          আবহমান জীবনযাত্রা প্রণালীর পুনরাবৃত্তি।
                            
সুমিত্রা পাল: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন