একাত্তরের গল্প







কবিতা


অযোনীজাত বৃক্ষের শরীরে
প্রবাহিত হয় না দেবাসুরের সংকর রক্ত
বৃক্ষেরা করে না কখনো মিথ্যের বেসাতি
ভূমিপুত্র ওরা, শান্তসৌম্য সত্যের অবতার।

ইতিহাস সাক্ষী শতবর্ষী বটবৃক্ষকে বলেছিলাম,
'মুক্তিযুদ্ধে যাইনি আমি, মুক্তিযুদ্ধ আমি দেখিনিও;
তুমি একাত্তরের গল্প বলো-'
বাঙ্ময় হয় মৌনঋষি। ফিসফিসিয়ে বলে আমায়
'একাত্তরের গল্প? সে তো মহাভারত গাথা!
আমি শুধু এতোটুকুই বলবো-
মুখোশে মুখোশময় অভাগা এ দেশ
বেনিয়া লুটেরা বড়ই ঘড়েল
তিলেতিলে খাচ্ছে চিবিয়ে মুক্তির সনদ

একাত্তর কি হয়েছে এখনো শেষ!'

সহসা দমকা হাওয়া, ঝরে পরে কিছু সবুজপাতা
সংবেদী বৃক্ষও কি ফেলে গেল দীর্ঘ্যশ্বাস।


মোহাম্মদ আনওয়ারুল কবীর: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন