এন-এইচ-সিক্সের রাস্তা





একক কবিতা


কত লেখা এসে ভীড় করে এন এইচ সিক্সের রাস্তায়
যারা জমেছিল এতোদিন অলিতে-গলিতে
পূর্ণতা পেতে চায় তারা, পুরোনো রাস্তার ধারে,
বস্তা পচা আবর্জনার মাঝে ঠোক্কর খাওয়া সম্পর্কের কিনারা ধ'রে।
এখন আমিই তাদের ভুলিয়ে দিই মাতৃস্নেহে,
আর কারো কাঁধের জন্য ভিক্ষা করে না ওই ক্যাটক্যাটৈ চোখ দুটো।
কত লেখা এসে ভীড় করে এন এইচ সিক্স এর রাস্তায়।
কত চেনা বাঁক কত নতুন স্টপেজ
নাম কুড়িয়ে সাইন বোর্ড হয়েগেছে আজ,
চোখে পড়ে কিছু,কিছু পড়ে না।
কাঠবাদামের গন্ধ ভেসে আসে,
তর্ক করে সে মনে মনে নিজের নাম মহুল ব'লে।
কাশফুলের কবর কবেই শুকিয়ে গেছে
খসখস্ তার প্রমাণ দেয়, নোংরা জলকে সাক্ষী রেখে।
কত কবিতা উঠে আসে এক যুগ পর এন এইচ সিক্সের রাস্তায়।
দু তিনটে কারখানার মুচমুচে খাবার তৈরীর গন্ধ
বাতাসে ছড়িয়ে থাকে, লোভে আচ্ছন্ন করে রাখবে ব'লে।
তবু ক্যাটক্যাট চোখ দুটো ল্যাম্প পোষ্টের থেকে ঠিকরে পড়া আলোকে
সহজিয়া করে হেঁটে চলে এন এইচ সিক্স।
কত কবিতা জন্ম নিচ্ছে আজ এই এন এইচ সিক্সের রাস্তায়।

জয়ন্তী কর্মকার: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন