আমি তোমাদের ই মেয়ে






কবিতা


আজো নাকি তোমরা ভালোবাসো
তাই বসন্ত আসে!
আজো নাকি আকাশের নীলে
উড়ে যাওয়া গাঙ চিলে
স্বপ্নেরা ভাসে!
আজো নাকি মেঘেদের গায়ে
চিঠি লেখে প্রেম বৃষ্টির অক্ষরে !
আজো নাকি দিগন্ত পারে নীল ঢেউ এসে
মোহনায় মেশে!

আমি তো দেখেছি শুধু গোলা ভরা খিদে
অন্নের হাহাকার
দুটি জীবনের মাঝে বারুদের খেলা
দিগন্ত ব্যাপী কাঁটাতার

আমি তো শুনেছি জনতার ভিড়ে
মৃত্যুর কোলাহল
বাজ পাখিদের ডানার শব্দ
হায়নার চলাচল

তোমরা কি পারো নিয়ে যেতে সাথে
সেই স্বপ্নের দেশে!
যেখানে আকাশ একগাল হেসে
ধরণীতে এসে মেশে।
যেখানে শিশিরে স্নান সারে আজো
কচি ঘাস লতা পাতা
শাপলা শালুক বন কলমী
হাওয়ায় দোলায় মাথা।
সাদা বক আজো যেখানে দাঁড়িয়ে
অতন্দ্র পাহারায়
মাঝি মাল্লারা
ভাটিয়ালি সুরে
জীবনের গান গায়।


দু হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছি
আকাশে দিকে চেয়ে
নেবে কি আমায় তোমাদের সাথে
আমি যে তোমাদের ই মেয়ে।

স্বাগতা ভট্টাচার্য: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন