রাত্রি ও অভাবিত রূপময়তা







একক কবিতা


বাদলহীন শহরে রাত সরে থাকে দূরে
নির্ঘুম চোখের পাতায় অদ্ভুত ভাল না লাগার ফিসফাস
হদিশ নেই জীবনানন্দের শাদা প‍্যাঁচার
নীলিমায় শুধু সাঁতার কাটে নক্ষত্রের শুকসারি।

এমন সময়ে প্রণয়ী যক্ষের কথা মনে আসে
জলহারা শ্রাবণ মাসে মেঘের অভাবে
এক সুনয়নার মুখ চলকে ওঠে।
তার ফর্সা শান্ত কপাল থেকে চুয়ে পড়া অলকদাম
মায়াবী ছায়ার রং ধরে
তার নির্জন দুই চোখে ঝিলম নদীর উচ্ছলতা।

অধিকের থেকে অধিকতর এই নির্বাক চঞ্চলতা
মেঘের অন্তরা নিয়ে ঝরার অপেক্ষায়
জানলার বাইরে বৃত্তাকারে চাঁদের উল্লাস
ঘরে তিমিরের অর্গল খুলে জোনাকিদের তারাবাতি
খসে পড়ছে বাহ‍্যচেতনা সমাগত কারোর উপস্থিতিতে।

চরম অবিশ্বাসের দিনরাতে এই তন্বীর উপস্থিতি
যেন হাতে তুলে দিল ফলবতী রাত্রি উপহার,
বেজে উঠছে শুদ্ধ নিষাদের আনন্দধ্বনি
তার চাপা রংয়ের ঠোঁটে এবার ঝরছে আমার
বিমুগ্ধতার অরণ‍্যসংগীত।

অনুপম দাশশর্মা: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন