মনের মেঘ




কবিতা


সবার একটা নিজস্ব মেঘ থাকে,
জমিয়ে রাখা বিষণ্ণতা কান্না হয়ে ঝরে,
আবার হাল্কা হয়ে উড়তে থাকে

আমিও মেঘে সওয়ার হই ...
সূর্যের আলোয় স্নান সেরে,
রামধনুর সাত  রঙ নিয়ে,
বুনতে থাকি রঙিন আলোর সুতো

আলোর মিছিলে পার হই সমুদ্র,
পাহাড় পেরিয়ে খাদের কিনারে ঝুলতে থাকি
জমা হয় জন্মান্তরের বেদনা ...

কখন যেন তপস্যার থেকে উঠে আসি আমি ..
আঁধার ভরা এলোমেলো শব্দ জমা করি ...
ধূসর ছাই রঙের নিস্তব্ধ সকাল,
প্রেমহীন তামাটে অলস দুপুর,
পাতা ঝরা বিবর্ণ বিকেল,
নিকষ কালো অন্ধকার রাত ...

সব জমা হয় ...
ক্রমশ দীর্ঘ হতে থাকে বিষাদের উপাখ্যান
তারপর ঝরে পড়ে গরল অথবা অমৃত
পান করে চলি মহাকাল কিম্বা শয়তানের বেশে

বিষাদ,সে তো আক্ষেপের জাতক ...
নির্জনে ঝরিয়ে দিই অঝোর শ্রাবণ

চোরাবালি থেকে উঠে আসি স্বপ্নের শেষে,
অস্ফুট স্বরে ডাকে রামধনু রঙ ...
আমি ফিরে আসি সাঁকোর পাড়ে,
হালকা মেঘকে ভাসিয়ে দিই শরতের সকালে।।

অনিন্দিতা মুখার্জী : কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন