একক কবিতা
নিজেকে আড়াল করে দেখি
ত্বকের প্রচ্ছদে জীবনের পৃষ্ঠাসংখ্যা
এক.. দুই..তিন,
নিছকই কাকতালীয়, তবু
ছদ্মবেশী অক্ষর খুলে গেল অকস্মাৎ
সরিয়ে নিয়ে গেল ছায়াপাত
অন্তরাত্মায় ধরালো ঘুণ
ছিঁড়ে নিয়ে গেল সম্ভাবনা বৃতি ও ফুল
মাছিদের আহ্বান জানালো ক্ষতমুখে
কাগজে লেখা ছিল প্রিয় নাম
ইরেজারে মুছে ফেলল নিমেষে
নিভিয়ে দিল আকাশের উজ্জ্বল নক্ষত্রগুলি
মসৃণ চলমান যা ছিল গতায়াতে
রুদ্ধ করল প্রাচীর ও প্রস্তরে
শোকের আবহে ভুলে গেলাম সোচ্চার
অবস্থান ও পারিপার্শ্বিক ভৌগোলিক দিকচিহ্ণ
অন্ধকার খুলে দিল একে একে দ্বিধা ও দ্বন্দ্ব
আড়ালে আমার অকপট প্রস্তুস্তি
নির্বিচারে এখন নিজেকেই খুন করে চলেছি
এই রক্তপাতে ভেসে গেল
আমার সমূহ জন্ম অবকাশ
গৌতম কুমার গুপ্ত: কপিরাইট
লেখক কর্তৃক সংরক্ষিত
ভালো লাগলো।
উত্তরমুছুন