ফিদেল দি বাস্তবানুগ বিপ্লবী





দীর্ঘ কবিতা


মৃত্যুর জন্য জন্মাও নি তুমি

ফিদেল ক্যাষ্ট্রো আলেকজান্দ্রো রুজ

জন্মের জন্য মৃত্যু এসেছিল বন্ধুত্বের হাত বাড়িয়ে

নিয়মতান্ত্রিক নিয়ম নিয়ে;আপত্য স্নেহ নিয়ে

তুমি পরাজয়ের ভেতরে বিজয়ী মহান নেতা।



ধনাঢ্য কৃষক তোমার পিতা ও পরিবার

বিপ্লবী বীর তুমি কমুনিস্ট রাজনীতিবিদ

কিউবান বিপ্লবী তুমি।

কিউবার হাভানা চিগাড় তোমার সিগনেচার

তুমি কিউবার সাবেক প্রধানমন্ত্রী, তুমি কমুনিস্ট পার্টির সেক্রেটারী

তুমি ছাব্বিশে জুলাই মুভম্যান্টের দায়িত্ববান নায়ক।

পঁচাশিবার মৃত্যু তোমার ঘাড়ে হাত বুলিয়ে চলে গেছে।

এইসব কিছু আমাদের জানা।



আমরা আরো জানতে পারি

আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধুর  সাথে

তোমার কথোপকথন। বন্ধুত্ব।

দেখা হবে এবার দুজনের নিশ্চয়।

একবার এসো আমাদের দেশে। দুজনে বসে আলাপ করবে।

আমরা বিজয়ের পঁয়তাল্লিশ বছর পার করেছি ফিদেল,

এখনও আমাদের বর্ণমালার শ্বাস রোধ করছে

ঐ সব পাকিস্তান পন্থী হায়েনারা।

বামপন্থী মৃত্যুর কোন বিজয় পতাকা নেই।



একটি প্রশ্ন করি, তোমাকে ফিদেল,

বামপন্থী মানে তুমি জানতে।

জানতে তার অবস্থান।

কিন্তু ডানপন্থী, উগ্রপন্থী,

মধ্যপন্থীদের অবস্থানও  তো জানতে তুমি

নিরাপদ না করেই পৃথিবী ছেড়ে চলে গেলে।

দক্ষিণপন্থীরা এখন অভিভাবকহীন

সাম্রাজ্যবাদ বিরোধীতা করেছ প্রখর দীপ্তি নিয়ে

তবু মাথার উপরে তোমার আকাশ রেখেছিলে খোলা,

আখ গাছের মত সোজা উঠে গেছে আকাশের ছাদ বরাবর।

তুমি গেরিলা যুদ্ধ, তুমি দেশপ্রেমী জাতীয়তাবাদী

তুমি অপ্রতিরোধ্য একজন সেনানায়ক

তুমি তৈরি করেছ তোমার গুণমুগ্ধ।

বিশ্বব্যাপী আছে তোমার কোটি কোটি

কমিউনিস্ট ও মানব মুক্তির সংগ্রামে নিবেদিত মানুষ।

মৃত্যু আর কত পারে একা এই লড়াইয়ে জিততে?

তোমার মৃত্যুর সময়কার কথা জানতে ইচ্ছে করে।

কেমন লেগেছিল তোমার টগবগে আপোষহীন শরীরের ভেতর ?

বারবার ব্যর্থ মৃত্যুর হাত কতটা নিষ্ঠুর ছিল?

নাকি সেখানেও তুমি বিপ্লব করে উড়িয়ে দিয়েছ

মৃত্যুর একনায়কতন্ত্র আক্রমণ , মৃত্যুকামান ।



তোমার কি মনে পড়েছিলআমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সাথে তোমার আলাপচারিতা?

মনে কি পড়েছিল, তোমার উক্তি, নয় মাস যে যুবকেরা তোমার জন্য দেশে যুদ্ধ করে মুক্তি এনেছে , এনেছে স্বাধীনতা তাদের কে কাজে লাগাও। হায় বঙ্গবন্ধু, সেদিন যদি সেই পাকিস্তান ফেরত বিষাক্তমন অফিসারদেরকে দেশের প্রশাসনিক আসনে আসীন  না করতে,আজ বাংলাদেশে সোনার ফসল হয়ত ফলতো নির্বিঘ্নে, তুমিও জিতে যেতে

আততায়ির হাত থেকে।



ফিদেল তুমি আধুনিক কিউবার রূপকার,

তুমি বিশ্ব কমিউনিস্ট আন্দোলনের জীবন্ত কিংবদন্তী নেতা

ল্যাটিন আমেরিকার মুক্তি সংগ্রামের প্রাণপুরুষ,

আমৃত্যু  বিশ্ব বিপ্লবী প্রক্রিয়ার অকুতোভয় ও দৃঢ়চিত্ত বীর মানুষ

কেমন নিঃসাড় ঘুমিয়েছিলে কফিনে। মানা যায় না।

মৃত্যুর বিরুদ্ধে কি তোমার কোন বিপ্লব কাজে লাগেনি।?

তুমি ছিলে সমাজ ও সভ্যতার মিথষ্ক্রিয়ায় গড়ে তোলা

বাস্তবানুগ একজন পরিবর্তনকারী বিল্পবী।

পরাজয় থেকে জয় এই ছিল তোমার মত ও পথ।

অতঃপরঃ আমার বিশ্বাস মৃত্যু তোমাকে বন্ধু করে

পাবার প্রাণপন চেষ্টায় সফলকামী হয়েছে।

তোমার বৈঠকে নিশ্চয় তুমি তোমার যুক্তিতে

জেতার পথ খুঁজে পেয়েছ।


আরেকটি বিপ্লব চায় পৃথিবী।  মৃত্যুর সাথে পাঞ্জা লড়বার।



একুশে ফেব্রুয়ারী , বায়ান্নর ভাষা আন্দোলনের স্মৃতি

আজ একুশ পেয়েছে  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বিকৃতি

সেই ছোটবেলা বেলা থেকে প্রভাত ফেরী হতো উদাযাপিত

আমার ভায়ের রক্তে রাঙ্গানো”- একুশের গান ছিল সুপরিচিত

কি করে ভুলি আমাদের শোকের দিন একুশে ফেব্রুয়ারী

বাংলা আমাদের মায়ের ভাষা, রাষ্ট্রের কাছে একটাই দাবী।

ফিদেল তুমি বাস্তব দা বিপ্লবী ।

মৌ মধুবন্তী: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন