গল্প ও অন্যান্য কবিতা






গুচ্ছ কবিতা


গল্প 

নাভির দিকে গড়িয়ে  যাচ্ছে সন্ধের রং
বাইপাস যেন অতি নির্জন


বৌদির ধাবায় উষ্ণতা জমা আছে
নীল চিত্রকরেরা ঢুকে পড়ছে একে একে
গন্ধ শুঁকছে আজন্ম সুখের...

রাত্রি গভীরতর হয়। ঘুমপাতা নিবিড় হতে চায়
মোরামের মতো সূর্য জেগে চোখে।

ওই চোখ অনন্ত সমুদ্রের গল্প জানে।





মজাদার

ছাইয়ের ভেতর ঘর বেঁধেছি,অন্ধকারে বুক
ধবংস আমার নিভৃত কোণ,হেলায় হারাই সুখ

সুখের ভেতর রাগ-বিদ্বেষ,দুঃখটা টিমটিম 
ফোন ভেঙে যায় বারেবারে,কিনি নতুন সিম

বলা বলতে একটি ব্যথা,অনেক কাজের ভুল
ভুলের কাছে নতজানু,শুকনো গোলাপ ফুল

ঘর তো নয়,শালপাতাতে মোড়া ছদ্মবেশ
উঠোন রোদে গোবর জলে,ধুয়ে ফেলি বিদ্বেষ

দিন কেটে যায়,রাত ভরে যায়,শীর্ণ বুকের ঢেউয়ে
পান্তাভাতে,কাঁচালংকায়,পেটপুরে বেশ খেয়ে

খাওয়া তো নয়,টক ঢেকুর আর কাঠফাটা রোদ্দুরে
পত্র মহল। লাইন দিয়ে ঢোকাই খদ্দেরে






তৃতীয় কবিতা

অনেক টাকা বউয়ের হাতে,পূজায় রঙিন শাড়ি 
শাড়ির ভেতর গোপন থাকে লোকের কাড়াকাড়ি

আজ সন্ধ্যায় আবার এসে জুটবে জমাদার
আমি শুধুই হিসেব কষেই,চলছি মজাদার ।






ডানার নীলচে দাগ

ভুলের প্রতীক্ষায় জেগে আছে সন্ধে-তারা 
গোধূলির আকাশ যেন অনন্তনাগ ...

স্মৃতিকথায় ভরে ওঠে মেঘ।
গভীরতর হয় ডানার নীলচে দাগ ।






বক

ভোরের দিকে ঘুম ভেঙ্গে দেখি,দুটো বক
শুয়ে আছে বালিশের দু দিকে

তাদের উড়িয়ে দিতেই,সূর্যের রঙও হল ফিকে






তারা

অসহায়তার বাইপাসে ক্ষুদ্ররেখা
নিচে ফাটল গভীরতর

গলির মোড়ে একমুঠো তারা,হয়েছে জড়সড়।


অসীম ভুঁইয়া: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন