স্তব,স্তোত্র এইসব ও অন্যান্য কবিতা








কবিতা

স্তব,স্তোত্র এইসব

যুদ্ধে অংশগ্রহণ করিনি কখনও
আমার জোড়া ডানা তবু বিধ্বস্ত হল কেন?
স্তব, স্তোত্র, নৈবেদ্য আর উৎসবে
দৈব্শক্তির বিশেষ ভজনা করেছি!


জগতের পরিধি ব্যাপক
যাদুমন্ত্র দূর অতীতেই লগ্ন হয়ে আছে
রহস্য এটাই -
ডানাগুলি ক্রমশ ছেঁটেছে দেবতা !





তোমার বিদ্বেষ

তোমার বিদ্বেষ আর তোমার শত্রুতা
ইষ্টকর হয়ে থাকে গোপন সময়ে
পলিমাটি পড়ে পড়ে
ক্রমাগত বিচ্ছিন্ন হয়েছি
হাতিয়ারগুলি প্রস্তর যুগের থেকে
                        সঙ্গে থেকে গেছে
বার বার ঠেলেছ আমাকে দেওয়ালের দিকে


ঠিক তখনই পাহাড়ের গা বেয়ে
গড়িয়ে পড়েছে তোমার বিক্রম!
দেখেছে বিভ্রান্ত দৃশ্য রজনীগন্ধার গাছ-
হেসে হেসে কুসুমিত শাখা ।






প্রশ্রয়

গভীর প্রশ্রয়ে কারুর কল্যাণ নেই

সোনা-ঝরানো সময়ের কথা মনে রেখে

          আর ভাল থাকা যায় না

বরং জটিল সব সম্পর্কের কথা বলি আজ

মেঘের সঙ্গে সূর্যের সম্পর্ক

কিংবা অনুর্বর ভূমিখণ্ডের সঙ্গে মনখারাপের

                        সম্পর্ক

অদ্ভুত কিছু ঘটনার সঙ্গে ভবিষ্যদ্বাণীর সম্পর্ক



সম্পর্কগুলি বুঝতে বুঝতে রবিবার এসে যায়

এসে যায় আমার ট্রেনের সময়



তোমার কল্যাণে আমার প্রশ্রয়টুকু থাকে ।






তুমি জানো

কতভাবে নিংড়ে নিলে বিশুদ্ধ আনন্দগুলি-

জলে নেমে গেছিলে সেবার

আমার দৈন্যের মুখ কেমন দেখায় জেনে নিতে

ঝড় বৃষ্টি থেমে গেলে নিজেই বলেছ

নাহলে জেনেছি কীভাবে!



এখন যাইনা শীতের গ্রামে

তুমি জানো!

আর কী কী জেনে বসে আছো অসময়ে চলে গিয়ে?



জানো তুমি তাড়াতাড়ি একদিন

আমাদের দেখা হতে পারে

বোল না বালাই ষাটমেয়েদের মতো





একা একা

বাঁকাচোরা স্বপ্নগুলি নিরর্থ খরচ করেছি

আজ আর স্বপ্নগুলি নেই

দেখেছি ফেবুর পাতা ভরে আছে

ভিনদেশী তোমার ছবিতে



আমাদেরও কিছু ছবি ছিল এদেশেই তোলা



সাধারণ দীপ্তিগুলি নিরর্থ খরচ করেছি

আজ আর কবিতায় চেনা প্রভা নেই

পড়েছি তোমার কবিতাগুলি গতরাতে

পয়ারে লেগেছে ঘুণ



তোমার পুরানো কবিতাগুলি মাঝে মাঝে পড়ি

                       একা একা

তাপস ওঝা: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন