জয় আর মনুষ্যত্বহীন উপত্যকা





দীর্ঘ কবিতা

মাথার উপর খাড়া হয়ে আছে জয়
প্রেম লিখে রাখি রাস্তায়
ভিড়ের মধ্যে লুকিয়ে আছে আঁকিবুঁকি -অসাবধানতা
কাঁটা জঙ্গলে মিশে আছে অনুভূতি

ছত্রভঙ্গের আসরে ছুঁড়ে দিই গল্পের ভান্ড
কবিতার খই ফুটে চায়ের কাপে
ঝড়ের মাঝে ছুটতে থাকে সর্বনাশ
মন:কস্ট নামে পাহাড়ের ঢল বেয়ে ছলাত্-  ছলাত্
অসহায় লুটিয়ে পড়ে

ধান ক্ষেতের পাশে লুটিয়ে আছে ধর্ষণ
কুড়িয়ে নিচ্ছি আত্মহত্যার কৌশল
গাছে  গাছে ঝুলছে রক্তাক্ত অভিশাপ
ভিজে কাদায় মুখ গুঁজে প্রদীপ শিখা
বখাটে শ্রদ্ধা আন্ টাচ্ হলে হামাগুড়ি দেয় যত্নভার
প্রশ্রয় উপচে পড়ে
নেমে আসে অন্ধকার
যন্ত্রণা মুখর থালায় পরিবেশিত হয় প্রেমের খিঁচুড়ী

আকাঙ্খারা বিনাশ কাব্যের  পাঠ নেয়
ক্ষমতার ভাগাভাগিতে লিখে রাখি অসহায়
 খুঁজে পায় কচুরীপানার ভিতর স্তনকাটা লাশ
যাদের গোপনাঙ্গে ভরা থাকে ভাঙা ডাল-
আর বোতল ভাঙা কাঁচের টুকরো
পতাকা উড়তে থাকে লিঙ্গের
প্রদর্শিত হয় লিঙ্গপূজার উদ্ভট কারুকাজ
সভ্য সমাজ ভিডিও তুলে পোস্ট করে সোস্যাল মিডিয়ায়
আকাঙ্খার মাথার উপর ঝুলছে জয়

অন্ধকার ঘনিয়ে এলে তালবৃক্ষরা চিঠি লেখে
অভিমান শুকোতে দিই খোলা ছাদে
হাততালিতে উড়িয়ে দিই আত্মহত্যার কৌশল
যদি কেউ খুঁজে দেয় মৃত্যুপথ
অতৃপ্ত সঙ্গম চেটেপুটে নেয় সর্বনাশ

আলো রঙের অন্ধকার এসে শান্তনা দেয়
নিঝুম বেদনারা ঝুলে থাকে
রাতেরা সাজায় বৈঠক
সর্পিল ষড়যন্ত্র কিলবিল করে
শরীরে লেপ্টে যায় ব্যঞ্জণবর্ণ
অমূলক পতাকা উড়তে থাকে
লিখে রাখি অবসাদের গল্প

চায়ের টেবিলে ওঠে তুফান
টিভির পর্দায় দেখি মুখ ঢাকা অপরাধী
লোকচক্ষুর অন্তরালে পুষে রাখি পাটক্ষেতের প্রেম

আড়াল হয় দিগ্বিজয়ের মনুষ্যবিকার
পুরুষের অগ্নিজল সিদ্ধ করে রূপালি শষ্য
গোপনে হাজার মেয়ে লাগায় ওড়নার ফাঁস
বালিকার হংসপ্রেম ডুবে যায়
মাথা ঠুকে মরে দীর্ঘশ্বাস
ডায়েরিতে পুলিস লিখে নিছক আত্মহত্যার ঘটনা

যখন গোয়েন্দা খুঁজে পায় নীল তত্ত্ব
বাজতে থাকে বৃষ্টির নূপুর
বর্ষার অপেক্ষায় দিনগুনে রক্তাক্ত পথ
অভিমান ধুয়ে যায়------
জলকাদা মিলেমিশে ছলাত্ ছলাত্
ত্রিফলা বাতির উপর ডেকে ওঠে পেঁচা
মোড়ে মোড়ে ডেকে ওঠে চালতা মাখা জয়
মেয়েদের কপালে শোভা পায় নামতা মাখা ভবিষ্যত্

নিছক মজা করার জন্য সেলফি ওঠে
পোস্ট হয় সোস্যাল মিডিয়ায়
কমেন্টের সুড়সুড়িতে উচ্ছসিত আত্মঘাতী চেতনা
শয়তান প্রেমিক বানায় পর্ণচিত্র
শালিনতা হয় হাতিয়ার
পণ বন্দী হয় প্রেম

অলীক জন্মকথা খুঁজে পায়  বিচ্ছিন্ন অস্তিত্ব
আশ্বাসহীন মানুষ শূন্যের মাপকাঠি বানায়
চলে অনৈতিক ল ড়াই
তোলপাড় করে মিডিয়া
বিশ্ব জুড়ে লিখিত হয় অশালীন সভ্যতার চিত্রনাট্য

পাহাড়ের বুকে জমা আছে ক্ষোভ
অশ্রু হয়ে নামে ঝরণা
আবেগ কিংবা অনিচ্ছুক শব্দবিন্যাস ঝরে পড়ে
হৃদয়ের কোলে আঁকা আছে ভাস্কর্য
টাইটেল পেজে আঁকা আছে বিস্মরণের ইতিহাস
বেজে চলে আনমনে
মনুষ্যত্বহীন জয়ের খোয়াব ঝুলছে রাস্তার গাছে গাছে

আবদুস সালাম: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত




1 টি মন্তব্য:

  1. কবিতা উৎসবের সকল কর্মকুশলীবৃন্দকে জানায় বিজয়ার শুভেচ্ছা ।
    এই শারদ সংখ‍্যা প্রিন্টেড কপি পেলে ভালো হতো।সেটা কি পাওয়া সম্ভব‌?
    হার্দিক শুভেচ্ছা।

    উত্তরমুছুন