দ্বিবিধ




দীর্ঘ কবিতা

ভাষা বিমুখ আলেখ্য তুমি স্রোতস্বিনী
রঙ্গে অঙ্গে ভাদ্রের জলোচ্ছ্বাস
অচিন পুরে ভেসে যাওয়া বাসনার
পাল তোলা প্রহরের প্রতিটি ক্ষণ,
খুজে না পাওয়া ইন্দ্রিয়ের প্রলুব্ধতা
রম্য রচনার অতি দীর্ঘ ভূমিকা ক্লান্ত মন
যা নিয়ে মরমী পাখির চাপা স্বর
কিছুটা সগর্বের অর্থহীন প্রাপ্তি মেশা।
শাণিত বাসনায় চর্চিত ও দুচোখ
দুচোখেরি সন্তুষ্টি দেখে সুপ্ত শোকে,
আপনাকেই খুজি মোহ আচ্ছাদিত
অশ্রুহীন শরৎ শুভ্র মেঘ ছায়ে
সেই তুমির মতন তুমিকেই নাবুঝে,
তেমন করেই পুড়তে রাজি
যেমন আগুন মনে ত্রাহি রব
মিথ্যা প্রলুব্ধের দাবানলে
আস্থার বৃষ্টিশূন্য মেঘ সব,
ইচ্ছেত হয় শব্দহীন বিরোধে
ধুয়ে ফেলি আমার মাঝের
দ্বৈত সত্তার নাচেনা তুমিকে
আবার এওতো ভাবি,
মিশে যায়, একাকার হয়
এ বিরাট মোহের বিস্তৃত অর্ণবে
একবিন্দু নিবিড় জলকণা রূপে।
পদে পদে সেই ছন্নছাড়া চোখ
ভিজিয়ে নেয় নিজেরেই, নিয়ে
উলম্ব রূপ রচনার আত্মগ্লানি -
প্রত্যাশা পরবর্তী প্রাপ্তি শুধুই
বিমুখ আলোর আঁধার মুখখানি।
নীল আকাশের ন্যায় সদুত্তর হীন
তুমি ও তোমার নিথর অবকাশ,
জীবন ক্ষণিক চিরন্তন সুখেই দোলে
সুহৃদয় কারো নামাঙ্কিত নদীতটে
ভালোলাগা ছড়িয়ে দিতে উন্মুখ
তোমারি মত দোদুল্যমান কাশফুলে।

বাদল মাদলের মাতাল রঙ্গ
চেয়ে রয় অনল দুঃখের তৃষাকে
ঝরে যাওয়া দিনগুলির জীর্ণ দেহে -
প্রদাহ ভরা দীগন্ত পানে চায়
যেখানে একক নদীর কলেবর
নিজের অবসাদ  নিজেই মাখে
গোপনে খোজে গভীরে উত্তাপের
উত্তরণ, যখন শান্তনা বয়ে যায়। 
বনাশ্রয়ী বৃষ্টি রাগের মত মোহ
গোপন অভিসারী আহ্লাদে সে অতিব
প্লাবনের রন্ধ্রে রন্ধ্রে সমাহিত।
দিনান্তের মরমে সব আলো
আগামীর আশ্বাস হয়ে বুকে ঝরে
সারাটি আকাক্ষার হার পরিহিত মন
মাটি বুকে আঁচড় টানে, সব স্প্রীহা
অভিমানের প্রজাপতি হয়ে উড়ে
যেতে চাই অদৃষ্টের দৃশ্যে -
সম্পর্কের উদাস বাতায়ন নিশ্চুপ
কিছুই হয়ত বলেনি সেভাবে
সম্পৃক্ত সহানুভূতির আড়ালে
শুধুই ছিল সৌজন্যের সুভাষ
কিন্তু, অনেক কথিত শব্দ যেন
গান হয়ে বুকে উদগ্রীব হয় আজ,
তারা সুর খোজে খুব সহজভাবেই
সহজাত মুগ্ধ দৃষ্টি আবেশে।
সব রাত ভোর আলোর দেহে
লিখে রাখে আঁধার কথা,
ভারাক্রান্ত আমি ইচ্ছে ব্যাথায়
বিরহের ছবি আঁকি দিনভর
রঙ চুয়ে পড়ে অদৃষ্টের ক্যানভাসে
আপ্লুত বাতাস মাতাল হয়, নিয়ে
তোমার পরম পরবাস দুঃসংবাদ,
আনমনা আমি আশ্বিনের
গভীর বিকেল হয়ে উঠি
অখ্যাত ডোবায় শালুকের দেহজুড়ে
খুবি সন্তর্পণে অশ্রু বিনোদনে
সত্য না মানার অবসাদে।
হাস্য লীলার রূপালী চাঁদের আলো
আর মধুকথা শিশির হয়ে তবু ঝরে
রাতভর প্রত্যাশার আঙিনা জুড়ে,
ভোরের আলয় জুড়ে সে ব্যাথা 
ঝরেপড়ে স্মৃতির শিউলি কথা নিরবধি
তুমিহীন অস্ফুট ব্যাথা চিরতরে,
ইচ্ছে পাখি চুপিসারে তবু
তোমারি কথাকয় মনের অগোচরে।

সুকান্ত মজুমদার: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন