একটি কবিতা






কবিতা

শরীর ছুঁয়েছো আজীবন শুধু,
মেঘের কোলে রোদ যেথায় ওঠে
সেখানে আমার চোখে তো চোখ মেলাও নি.....
নিজের সুখে যখন ক্রমশ পিষেছো,
তখন
আমার চোখের জল বিছানার আদরে
মিশেছিলো মুহূর্তে মুহূর্তে
শুধু তুমি প্রতিশোধের হাত দিয়ে
চেপেছো বিবেকের গলা.....
পুরুষাঙ্গ দিয়ে নারীবাদ কে দমাতে চেয়েছো.....কিন্তু
তুমি হেরে গেছো ঠিক
চিৎ হয়ে হাঁপিয়ে উঠেছো মহামায়ার কাছে
দেখো আমি এখনও সতেজ
আমি হেরেও জিতেছি প্রতি রাতে
অজস্র দুঃখ ঘামে....
এখন বজ্রপাতের শব্দ শুধুই শোনো
মুষল ধারায় বৃষ্টি নামলো বলে!!

তমোঘ্ন নস্কর: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন