উৎসবের কোলাজ





একক কবিতা


এক অদৃশ্য  ক্যানভাসে
এক জাগ্রত  ঈশ্বরী
আনন্দের পসরা সাজাচ্ছে

গলির মুখ সেজে উঠেছে নতুনের মত
ভাঙা দেওয়ালের গায়ে
পাঠ ভাঙা রঙীন কাপড়
ডাস্টবিন আড়ালে,  উৎসব উৎসব গন্ধ 
ছাপিয়ে  যাচ্ছে ভালো থাকার  গল্প.

নির্লিপ্ত মুখ কিছু ব্যর্থ  হাসি মেখে হাঁটে  নিয়ন  আলোয়
নির্ভেজাল মেয়েটার মুখে  এক আগুনরূপী শিখা
জীবনের ভাঁজ করে রাখা অন্ধকার গুলো খুলছে উৎসবের দিকে

উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত ঝাঁকে ঝাঁকে মিশে যাচ্ছে
পরিযায়ী পাখির মতন উড়ে  আসে অচীন জায়গা থেকে

উৎসব  এক মেল বন্ধন
কিছু রক্ত চক্ষু উপড়ে দিয়ে
গলিকে টেনে এনেছি বড়  রাস্তায়
বিভেদ মিটেছে কী ???

প্রতিটা অন্ধকার কিছু আলোর সম্ভাবনা পুষে রাখে
তাই আলো নয়  অন্ধকারেই জন্ম নেয় কিছু গল্প

আশ্চর্য সাবলীল

কাকলি মান্না: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন