তোমার মাধুর্য দানে






কবিতা



আলো জ্বালিও না,থাক।
অন্ধকারেই ঢাকা থাক আলোর প্রত্যক্ষ দৈন্য।
তোমার শরীরের ভিতর যে উদ্ভিদ শিহরণ
তাই ভরে থাকুক উত্তপ্ত আঁধার কাল।
থাক তবে
আলো জ্বালিও না আর।

বাইরে তখন অবচেতন চাঁদ।
আর অন্তর্ভেদী সোজাসুজি দৃষ্টি
তোমার চোখের রক্তিমায়।
আমি জানি ঐ মোহময় চোখে
গ্রহণ চোঁয়ানো আলো,
আর ঐ আলোর মধ্যে আমার
এ জন্মের শোকগুলি প্রায় নিঃশেষ।
স্পর্শ,তোমার সমর্পিত স্পর্শ
এ মৃত মস্তিষ্কের ভিতর আলো অন্ধকারের
বোধ সম্ভার জাগিয়ে তোলে,
আলগা করে এত দীর্ঘ বরষের রাত্রিভার।

সহসা হাওয়া কাঁপে।
হাওয়ায় হাতড়ে বেড়াই তোমার বিমূর্ত অবয়ব
আলো নেই,অপ্রত্যক্ষ অন্ধকার
তোমার মাধুর্য দানে করেছ সংহার।

সব্যসাচী পণ্ডা: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন