বিষের বাঁশি






একক কবিতা



দিনটি শেষ হয়ে যাচ্ছে
মতামত পক্ষ বিপক্ষ রংবাজি ফুৎকার অবিশ্বাস্য গনৎকার
দিনটি আঁটোসাটো দিনটি সাদামাটা
শেষ হয়ে যাচ্ছে হে অবিমৃষ্য পুরান
তার রং ঢং চোখে পড়েও পড়ছে না
চোখ আমার নয় চোখ আমাকে বলছে না কিছু
ডুবে যাচ্ছে দিন ভেসে যাচ্ছে আনালে বিনালে
ওকে মুঠো ঘর দাও ওকে বৃত্ত আঁকতে বল
পেন্সিল চিবোতে চিবোতে রেগে উঠতে উঠতে
ওকে বাথান দেখাও জল দাও জল
যখন না জানাটাই ইন থিং জানাটা দরকারী খুব
কি কেন কোথায় কবে নিজ ভাষ্যে গুছোয় মতলবী
আমাদের শব্দ লোপ ঘটে গেছে অজান্তে
বিচ্ছিন্ন দ্বীপের ডেমোগ্রাফি বদলায় জোয়ার ভাঁটা
তাদের জন্য অন্তহীন সূর্যাস্ত লিখেছে কেউ
আমরা বসেই আছি বসেই থাকব নেচেই যাচ্ছি নাচতেই থাকব
সময় এলে বদলে যাবেন তিনি
আমাদের হাত নেই পা নেই মুখ নেই বোল নেই
মুজরো নাচছি কষে মিনিমাগনার ইঁদুর
মরতে যাচ্ছি শখে তিনি বাঁশিওয়ালা হ্যামলিন

শর্মিষ্ঠা ঘোষ: কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন