মিডিলটার্ম ফ্যাক্টর






একক কবিতা


খোপগুলো ছোটো হলেই
অঙ্কের ক্লাস বড় হয়।
সমানুপাত - ব্যস্তানুপাত জুড়ে থাকে
নিঃসঙ্গ প্রেম।
এখানেই শেষ হয়ে যায় কোনো রক্তচোখ
কিংবা ব্যাচেলার হাতঘড়ি
কেউ হাঁটে দগ্ধ অন্ধকার ধরে
কেউ খোঁজে দাবাখেলার ঘুঁটি

শাল পলাশের মরুভূমি পেরিয়ে
যখন স্বপ্নরাজ্যে পৌঁছাই –
ঘেঁটে যাওয়া অতীত কবিসত্ত্বা খোঁজে
অঙ্কের নির্দিষ্ট ধারাবাহিকতায়
হারিয়েছি অনেকটাই
শুধু মেলেনি যাপন অঙ্কটা
সমাধান হয়নি ইস্কুলবেলার
মিডিলটার্ম ফ্যাক্টর

হেরে যাওয়া কবিতা
গ্লামারাস হয়ে গেছে কবেই
নির্লিপ্ত বেঞ্চ বসে থাকি সম্পূর্ণ একা হয়ে
যদি মিলে যায় পুরোনো অঙ্কটা...

সোমা চট্টোপাধ্যায় : কপিরাইট লেখক কর্তৃক সংরক্ষিত


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন